সুস্থ.কম একটি পরামর্শমূলক তথ্য ব্লগ। এই ব্লগে প্রকাশিত কোন তথ্য ডাক্তারি পরামর্শ নয়। আমাদের যে কোন পরামর্শ অনুসরণ করার পূর্বে ডাক্তারের সাথে আলোচনা করে নেয়ার অনুরোধ রইল। অন্যথায়, অনুসরণ করার কারনে কোন ক্ষতি হলে এই ব্লগ কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এবং কেউ এ ব্যাপারে আইনিসহ কোন প্রকার ব্যবস্থা গ্রহণ করতে পারবে না। সুস্থ.কম এ ব্যপারে কোন ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে না।

এই ব্লগ দেখা/পড়ার জন্য আপনার কোন প্রকার ব্যক্তিগত তথ্য প্রদান করার প্রয়োজন পড়বে না। কিন্তু, আপনি যদি আপনার মন্তব্য এই ব্লগে প্রকাশ করতে চান তাহলে আপনার নাম ও ই-মেইল ঠিকানা দিয়ে মন্তব্য করতে হবে। এক্ষেত্রে আমরা আপনার তথ্য়াবলির স্রবোচ্চ গোপনীয়তা রক্ষা করব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক কোন আইনি বাধ্যবাধকতা ছাড়া আমরা সেগুলো কাউকে দেব না। আর আপনি যদি আমাদের ব্লগের লেখাগুলো নিউজলেটারের মাধ্যমে নিয়মিত আপনার ই-মেইলে পেতে চান। তাহলে আপনার ই-মেইল ঠিকানা দিয়ে সাবস্ক্রাইব করতে হবে। আমাদের ব্লগের সর্বশেষ লেখাগুলো ছাড়া আপনাকে কোন ধরনের বাণিজ্যিক উদ্দেশ্যে, বিজ্ঞাপনমূলক ও অপ্রয়োজনীয় কোন ই-মেইল করা হবে না।

  • ব্লগ ব্যবহারের সময় আপনার কোনপ্রকার গোপনীয় তথ্য, যেমনঃ পাসওয়ার্ড, ডেবিট/ক্রেডিট কার্ড নাম্বার প্রদান না করার অনুরোধ করা হচ্ছে। সুস্থ.কম এ ব্যপারে কোন ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে না।
  • ব্লগে অন্যান্য ওয়েবসাইটের লিংক দেওয়া হয়ে থাকে। এসব লিংক ব্যবহার করে অন্য কোনো ওয়েবসাইট ভিজিট করলে সে ক্ষেত্রে নতুন সাইটের গোপনীয় নীতিমালা প্রযোজ্য হবে।
  • ব্লগে ব্যবহৃত অনেক ইমেজ (ছবি) ক্রিয়েটিভ কমন্স (Creative Commons) চিহ্ন সম্বলিত। ক্রিয়েটিভ কমন্স (Creative Commons) চিহ্ন সম্বলিত ইমেজগুলো সংযোজন-বিয়োজন করে ব্যবহার করা হয়েছে।
  • উল্লেখিত নীতিমালা পরিবর্তন-পরিবর্ধনের ক্ষেত্রে সুস্থ.কম সব ধরনের অধিকার রাখে।
  • আমরা কারো ব্যক্তিগত তথ্য ক্রয়/বিক্রয় করি না। (We do not sell personal information)।