সম্পাদকীয় নীতিমালা
আমাদের সম্পাদকীয় নীতিমালা যথার্থ বিষয়াদির উপস্থাপনে দায়বদ্ধ। পাঠকদের বিশ্বাসযোগ্যতা অর্জনে আমাদের ব্লগটি মিডিয়া হিসেবে কাজ করছে। সর্বোচ্চ সম্পাদকীয় বিশুদ্ধতায় নৈতিক অবস্থান আমাদের সুনামকে বাড়িয়ে দিবে বলেই আমরা আশাবাদী। নৈতিক স্থলন, বাড়াবাড়ি, অসত্য তথ্য আমাদের নীতিমালার পরিপন্থী। আমাদের নীতিমালাই আমাদের দায়বদ্ধতা, আমাদের দায়বদ্ধতাই আমাদের দায়িত্ব।
কন্টেন্ট বা তথ্য প্রদানের নীতিমালা
- আমাদের আর্টিকেলগুলো নিজস্ব ও ফ্রিল্যান্স লেখক দ্বারা লিখিত। আমরা অতিথি লেখকের লেখাও প্রকাশ করে থাকি। সেক্ষেত্রে লেখাটি অবশ্যই শতভাগ আসল এবং অপ্রকাশিত হতে হবে।
- লেখা পাঠানোর পর সেটির সত্যতা যাচাই বাছাই, প্রকাশযোগ্যতা, পরিমার্জনের জন্য সম্পাদনা প্রক্রিয়াকরণে চলে যায়।
- আমরা ছদ্মনামে কোন লেখা প্রকাশ করি না। ব্যঙ্গাত্মক ও হাস্যরসমূলক লেখা গ্রহণ করি না।
- আমাদের প্রকাশিত সকল লেখা, ছবি, ভিডিও ইত্যাদি পক্ষপাতদুষ্ট, হিংসাত্মক, আক্রমণাত্মক নয়। একটি দায়িত্ববান মিডিয়া হিসেবে আমরা ঘৃণা, যৌন উগ্রতা, সাম্প্রদায়িকতা, বিদ্বেষপূর্ণ, গোঁড়ামি, ইত্যাদির বিপক্ষে।
- আমাদের ব্লগে প্রকাশিত সকল লেখা তথ্য মাত্র। এগুলো কোন ব্যক্তিগত মতামত নয়। তাই এর মাধ্যমে কেউ কোনরূপ ক্ষতিগ্রস্থ হলে আমরা দায়ী নয়।
- আমরা তথ্য সূত্রের ব্যপারে একেবারেই স্বচ্ছ। হোক সেটা কোন ব্যক্তি, সংগঠন বা সরকার কর্তৃক প্রদত্ত। আমরা তাদের নিরাপত্তা জনিত কারণে কোন তথ্য সূত্র প্রকাশ করি না বা প্রদান করি না।
- অন্য কোথাও (প্রিন্ট অথবা অনলাইনে) প্রকাশিত কোন তথ্য ব্যবহার করার ক্ষেত্রে মূল লেখক অথবা প্রকাশককে উল্লেখ করা হয়। অথবা বিশ্বাসযোগ্য ওয়েবসাইটের সাথে হাইপারলিঙ্ক করা হয়।
- সুস্থ.কম ব্লগে প্রকাশিত সকল লেখা ও ভিডিও’র কপিরাইট মালিক সুস্থ.কম নিজেই। অন্যের তথ্য প্রকাশের ক্ষেত্রে অবশ্যই আসল উৎসের উল্লেখ করা হয়।
- ছবি প্রকাশের ক্ষেত্রে আমরা কপিরাইট আইন কঠোরভাবে অনুসরণ করি। আমাদের ব্লগে প্রকাশিত ছবিগুলো রয়্যালটি এবং কপিরাইট মুক্ত। প্রকাশের অনুমোদন নেই, এমন কোন ছবি আমরা ব্যবহার করি না।
- আমাদের প্রকাশিত অধিকাংশ ছবি Pixabay, Unsplash, Flicker, Google সার্চ থেকে প্রাপ্ত অনুমোদন সাপেক্ষে ব্যবহার যোগ্য। এছাড়াও আমরা ছবির উৎসের নীতিমালা অনুসরণ করে প্রয়োজনে আসল মালিককের বা ওয়েবসাইটের নাম উল্লখ করি।
- আমরা কারো ব্যাক্তিগত তথ্য বিক্রয় করি না। (We do not sell personal information)।