বিজ্ঞাপনের নীতিমালা 

আমাদের বিজ্ঞাপনের নীতিমালা বিজ্ঞাপন দাতার সাথে আমাদের সম্পর্ক নির্ধারণ করে। আমরা পাঠকদের বিশ্বাস অক্ষুণ্ণ রাখতে সব সময় স্বচ্ছতায় বিশ্বাস করি। নিচে আমাদের বিজ্ঞাপন নীতিমালা তুলে ধরা হল। উল্লখ্য যে, নীতিমালাটি পরিবর্তন এবং পরিবর্ধনযোগ্য। 

  • সুস্থ.কম কখনো কোন বিজ্ঞাপনদাতার জন্য সম্পাদকীয় স্বচ্ছতা এবং নীতিমালার সাথে আপস করে না। 
  • সুস্থ.কম কোন ভুল অথবা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন বহির্ভূত কোন তথ্যমূলক বিজ্ঞাপন প্রকাশ করে না। 
  • সুস্থ.কম যে কোন ধরনের/বিভাগের বিজ্ঞাপন প্রকাশে আগ্রহী। তবে সেসকল বিজ্ঞাপন প্রকাশ করবে না যা, 
    • অশোভন, ধর্মবিদ্ধেষী, কুরুচিপূর্ণ। 
    • সাম্প্রদায়িকতা, যৌন উগ্রতা, ঘৃণা, বিদ্বেষ, গোঁড়ামি, হিংস্রতাকে ছড়িয়ে দয়েয়। 
    • এলকোহল, সিগারেট, ড্রাগসহ অন্যান্য নেশা জাতীয় দ্রব্য। 
    • সুস্থ.কমের সুনামকে নষ্ট করবে এবং এর স্বচ্ছতা, সততাকে প্রশ্নবিদ্ধ করবে। 

 

স্পন্সরড এবং ব্রান্ডেড কন্টেন্ট 

  • সুস্থ.কম স্পন্সর এবং ব্রান্ড কন্টেন্টের জন্য একই (বিজ্ঞাপন নীতিমালার নিয়মাবলী) নীতিমালা অনুসরণ করে। 
  • সকল স্পন্সরড এবং ব্রান্ডেড কন্টেন্ট বিজ্ঞাপন দাতার নাম এবং লোগো সহ “স্পন্সরড” কথাটি পরিষ্কারভাবে উল্লেখ করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও একইভাবে শুধু স্পন্সরড কথাটি ক্যাপশনে লেখা থাকবে।  
  • সকল স্পন্সরড এবং ব্রান্ডেড কন্টেন্ট আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম এবং ইউটিউব) শেয়ার করা হবে। 
  • সকল ধরনের স্পন্সরড এবং ব্রান্ডেড কন্টেন্ট পাবলিশ করার পূর্বে  সুস্থ.কম কর্তৃপক্ষ সেটা রিভিউ করবে। 
  • স্পন্সরড এবং ব্রান্ডেড কন্টেন্ট পাবলিশ করার পর শুধু মাত্র সুস্থ.কম কর্তৃপক্ষ ব্লগের এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন কমেন্ট মুছে দিতে পারবে। 
  • স্পন্সরড এবং ব্রান্ডেড কন্টেন্ট পাবলিশ হলে বিজ্ঞাপনদাতা নিজের অর্গানাইজেশনের অথবা কোম্পানির নামে করা একাউন্ট ব্যবহার করে ওয়েবসাইটে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠকের কোন জিজ্ঞাসা বা মন্তব্যের উত্তর দেবে। 

বিজ্ঞাপনের জন্য সরাসরি যোগাযোগ করুনঃ ৮৮০ ১৯২০ ৩৫৬ ৩১৪